• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৯, ০৮:১৯ পিএম

খাবারে গরুর মাংস, খেতে পারলেন না হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা

খাবারে গরুর মাংস, খেতে পারলেন না হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার রাজধানী শিল্পকলা একাডেমির নৃত্যকলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা। 

ঢাকার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এতে অংশ নেয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারে শুধু গরুর মাংস থাকায় বিপাকে পড়ে প্রতিযোগিতায় অংশ নেয়া হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা। ফলে তাদের উপোস করে কাটাতে হয়।

জেলা প্রশাসনের এমন আয়োজনে হিন্দু সম্প্রদায়ের প্রতিযোগীদের বিষয়টি বিবেচনায় না আনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। এ ব্যাপারে ঢাকার জেলা প্রশাসকের সেলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

এমএম/আরআই