• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১০, ২০১৯, ১২:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০১৯, ১২:৪৪ পিএম

সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে স্পিকারের শোক

সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে স্পিকারের শোক
রুশেমা বেগম -ফাইল ছবি

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাতে ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুশেমা বেগম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শোকবার্তায় স্পিকার বলেন, রুশেমা বেগম ছিলেন একজন নিবেদিত প্রাণ সমাজসেবী ও নির্লোভ রাজনীতিবিদ। তার মৃত্যুতে ফরিদপুরবাসী একজন অভিবাবককে হারালো। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

এছাড়াও রুশেমা বেগমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছন।

উল্লেখ্য, রুশেমা বেগম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের সহধর্মিণী। তিনি একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

 

এইচএস/একেএস

আরও পড়ুন