• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ০৭:১০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০১৯, ০৭:১০ পিএম

রংপুর-৩ উপনির্বাচন

১ম দিনে আ.লীগের মনোনয়ন কিনলেন ৩ জন

১ম দিনে আ.লীগের মনোনয়ন কিনলেন ৩ জন

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে ফরম বিক্রির প্রথম দিন ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়। 

মনোনয়ন পত্র কিনেছেন-  আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম ও  রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন বিক্রি চলবে। আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী নাম চূড়ান্ত হবে।

দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুল সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনে রংপুর-৩ আসন আমাদের জোট শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়েছে। যার ফলে গত নির্বাচনে মাত্র ১৪-১৫টি মনোনয়ন বিক্রি হয়েছিল। কিন্তু এবার উপনির্বাচনে অনেক বেশি মনোনয়ন বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, রংপুর-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেন। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। রোববার (১ সেপ্টেম্বর) ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী-  ৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

এএইচএস/ এফসি

আরও পড়ুন