• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০১৯, ০১:৪৯ পিএম

কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউ’তে দেবী শেঠি

কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউ’তে দেবী শেঠি
বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করছেন ডা. দেবী শেঠি; ছবি- কাশেম হারুন, দৈনিক জাগরণ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। বিমানবন্দরে নেমে সরাসরি সোমবার দুপুর দেড়টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে পৌঁছান তিনি। একটি কালো রংয়ের বিএমডব্লিউ গাড়িতে করে তাকে বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়।

ডা. দেবী শেঠিকে বিমানবন্দরে স্বাগত জানান বিএসএমএমইউ হাসপাতালের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিয়েশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ।  

এ ব্যাপারে হারিসুল হক জাগরণকে জানিয়েছিলেন, তিনি এবং মোজাফফর আহমেদ ডা. দেবী শেঠির আসার অপেক্ষায় বিমানবন্দরে রয়েছেন। 

উল্লেখ্য, দেবী শেঠি আসছেন এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার (৪ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন তিনি।

আরএম/আরআই