• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৩:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ০৩:২৯ পিএম

পরিচয়

পরিচয়

সেই গোধূলিবেলা, সন্ধ্যা নদীর ঘাট
ক্রমশ ঝাপসা হওয়া দৃশ্যপট
আমার মত যারা সরে গেছে অন্য দেশে
অথবা আমিই সরে গেছি অনেকটা দূরে

তবু স্মৃতি, হায় স্মৃতি, আমার মতো 
একাকিত্ব ঢেউ, আছাড় খেতে খেতে 
বহু দূর, যেন সীমানা ছাড়ায়ে বিলীন 
ফেলে আসা পায়ের ছাপ, দগদগে দাগ

কি ব্যাথা নিয়ে এখন যদি একবার ছুটে 
যেতে পারি, সন্ধ্যা নেমে এলে নদীর বুক,
আমার মতো আপনারও নিশ্চয়ই ভাববেন
যে মাটির জন্য বুকে এত ঢেউ, এত গন্ধ

নিশ্চয়ই সেই মাটির জন্য একবার হলেও
আমি ফিরে পেতে পারি আমার পরিচয়।