• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০১৯, ০৩:২০ পিএম

হকারদের অবরোধে ভয়াবহ যানজট, ভোগান্তি চরমে

হকারদের অবরোধে ভয়াবহ যানজট, ভোগান্তি চরমে
পুনর্বাসন না করে উচ্ছেদ করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে হকাররা- ছবি : জাগরণ

 

পুনর্বাসন না করে উচ্ছেদ করার প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে হকাররা। এ কারণে রোববার (৩ মার্চ) দুপুরে রাজধানীর ব্যস্ততম বানিজ্যিক এলাকা মতিঝিল, দৈনিক বাংলা মোড়, পল্টন, সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। তাতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার দুপুর ১২টার পর সংশ্লিষ্ট দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে দেয় বাংলাদেশ হর্কাস ইউনিয়ন। সংক্ষিপ্ত সমাবেশে হকারদের পক্ষ থেকে জানানো হয়, পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না। একইসঙ্গে হকারদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। প্রতিবাদ সমাবেশে জীবিকা সুরক্ষা আইন পাস করার দাবিও জানান তারা।

হকার নেতৃবৃন্দ বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা বাসস্থান এ পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। যদি এটি পূরণ করতে না পারেন তাহলে হকার উচ্ছেদ করা যাবে না। এ সময় হকারদের সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হর্কাস ইউনিয়নের উপদেষ্টা মনজুরুল আহসান খান, সংগঠনের সভাপতি আবুল হাশেম দবিরসহ রাজধানীর বিভিন্ন এলাকার হকাররা।

এইচএম/এসএমএম