• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০১৯, ১২:০৭ পিএম

মামলা স্থগিত চেয়ে শহিদুলের রিট

মামলা স্থগিত চেয়ে শহিদুলের রিট
আলোকচিত্রী শহিদুল আলম- ফাইল ছবি

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়।

আবেদনে তার বিরুদ্ধে করা এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এছাড়া মামলার তদন্ত কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে রিটে। স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বর্তমানে শহিদুল আলম এই মামলায় জামিনে রয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গত ১৫ নভেম্বর করা এই মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দেয় হাইকোর্ট। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

২০১৮ সালের ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এই মামলায় শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এর আগে ৬ আগস্ট রাজধানীর রমনা থানায় করা মামলায় শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মা আ/টিএফ