• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০১৯, ০৬:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০১৯, ০৬:৩৭ পিএম

‘১০ বছরে ৫৯ লাখ ৩৩ হাজার শ্রমিকের বিদেশে কর্মসংস্থান’

‘১০ বছরে ৫৯ লাখ ৩৩ হাজার শ্রমিকের বিদেশে কর্মসংস্থান’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ

বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে অর্থাৎ ২০০৯-২০১৮ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৫৯ লাখ ৩৩ হাজার ৯৫ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। এর মধ্যে নারী শ্রমিক ৮ লাখ ৫৪ হাজার ৮০৯ জন।

সোমবার (০৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথমবারের মতো প্রত্যেক উপজেলা হতে প্রতি বছরে গড়ে ১ হাজার কর্মী পাঠানোর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বেগম আদিবা আনজুম মিতার অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৮ লাখ ৫৪ হাজার ৮০৯ জন নারী কর্মী পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সৌদি আরবে ৩ লাখ ১৬ হাজার ২৪৪ জন। এর পরেই দ্বিতীয় সর্বোচ্চ নারী কর্মী পাঠানো হয়েছে জর্দানে। দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৭১৩ জন নারী কর্মী পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন, লেবাননে ১ লাখ ৫ হাজার ৮৬০ জন।

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, বিপুল পরিমাণ বিদেশগামী কর্মীর অভিবাসন প্রক্রিয়া সম্পাদন করা সরকারের একার পক্ষে সম্ভব না। বর্তমানে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা ১২৪৮টি।

এইচএস/বিএস