• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৯, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০১৯, ১১:৩১ পিএম

২১ এপ্রিলেই হবে পবিত্র শবেবরাত 

২১ এপ্রিলেই হবে পবিত্র শবেবরাত 
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ - ছবি : জাগরণ


কোন ষড়যন্ত্রকারীদের তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন ২১শে এপ্রিলই হচ্ছে পবিত্র শবে বরাত। 

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি দূর করতে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ১১ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছিল। যারা চাঁদ দেখেছেন বলে বিভ্রান্তি ছড়িয়ে ছিলেন, তাদেরকে এই কমিটিতে সাক্ষ্য দিতে আহ্বান করা হয়েছিল। তারা আসেননি। এর পর দুই সদস্যের একটি কমিটি গিয়ে তাদের সাক্ষ্য দিতে অনুরোধ করেছিলেন। তারপরও তারা না এসে অযৌক্তিক শরিয়ত বিরোধী দুটি শর্ত জুড়ে দিয়েছিলেন যা কমিটি প্রত্যাখ্যান করে ২১শে এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবেবরাত, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। চাঁদ দেখা কমিটির সদস্যরাও এই উপকমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। 

এমএএম/এফসি/আরআই