• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০১৯, ০৮:৩১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০১৯, ০৪:৩২ পিএম

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন
বর্ষকথনে ছায়ানট সভাপতি সনজীদা খাতুন- ছবি : টিভি থেকে নেয়া

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি, তনু, সাগর-রুনী হত্যাকাণ্ডসহ দেশের সকল অন্যায়-অবিচারের প্রতিবাদ করে এক মিনিট নীরবতা পালন করেছে ছায়ানট তাদের বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠানে।

ছায়ানট সভাপতি সনজীদা খাতুন তার বর্ষকথন শেষে এই নীরবতা কর্মসূচি পালন করা হয়।

সকাল ৮টা ২৫ মিনিটে ছায়ানটের সর্বশেষ সঙ্গীত পরিবেশনের পর বর্ষকথনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সনজীদা খাতুন।

এ সময় সনজীদা খাতুন সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ‘‘সমাজে ঘটে যাওয়া একের পর এক অন্যায়ের ব্যাপারে আমরা আর যেন নীরব দর্শক না থাকি।’’ 

সনজীদা খাতুন রমনা বটমূলে উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ‘‘আপনারা সবাই উঠে দাঁড়িয়ে অন্যায়ের শিকার সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। তনু, নুসরাত, সাগর-রুনিসহ যাদের বিষয়ে এখনও বিচারের বিস্তারিত খবর পেলাম না, তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করুন।’’ 

এরপর সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

নীরবতা পালন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের এ বছরের আয়োজনের সমাপ্তি হয়

এবারের আয়োজন সাজানো হয় ১৩টি একক ও ১৩টি সম্মেলক গান এবং ২টি আবৃত্তি দিয়ে।

ছায়ানটের আহ্বান অনুযায়ী রবীন্দ্র রচনা থেকে বেছে নেওয়া হয় আবৃত্তি দুটি। একই ধারায় গানগুলো নির্বাচন করা হয়-কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, লালন শাহ, মুকুন্দ দাস, অজয় ভট্টাচার্য, শাহ আবদুল করিম, কুটি মনসুর, সলিল চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে। 

আরআইএস/এসএমএম