লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ১০:৩৬ এএম লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

কাশিমপুর জেলে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। 

কমিটির সদস্যরা হলেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কাশিমপুর কারাগারের মৃত্যু হয় ডিজিটাল আইনে গ্রেপ্তার মুশতাক আহমেদ। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন রাত পৌনে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়।

এদিকে কারাগারে মুশতাকের মৃত্যুতে শাহবাগে বিক্ষোভ করে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো। বিকেলে শাহবাগ মশাল মিছিল করে তারা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও সংবাদ