• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ০১:০৬ পিএম

চকবাজারের অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ঢামেকে স্পিকার শিরীন শারমিন

চকবাজারের অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ঢামেকে স্পিকার শিরীন শারমিন


চকবাজারের চুড়িহাট্টায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বেলা বারোটার দিকে তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের পাশে কিছু সময় কাটান এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে বার্ন ইউনিটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বলেন, চকবাজারের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

স্পিকার শিরীন শারমিন বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। পাশাপাশি সরকারের তরফে তাদের সুচিকিৎসার সব বন্দোবস্ত করা হয়েছে।

স্পিকার বলেন, নিমতলীর অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে সব অবৈধ কেমিক্যালের গোডাউন সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছিলো। কিন্তু অদৃশ্য কারণে তা থেমে যায়। 

এইচএম/আরআই