• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৮, ১১:১৩ এএম

মোহাম্মদপুরে গ্যাস লাইন মেরামতের সময় দগ্ধ ৬

মোহাম্মদপুরে গ্যাস লাইন মেরামতের সময় দগ্ধ ৬
ফাইল ছবি : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট

 

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকার একটি বাসায় গ্যাসের আগুনে ৬ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে গ্যাস সংযোগ লাইনের লিকেজ চেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

দগ্ধরা হলেন- হোসনে আরা (৫৩), নাইমা হক (৪৬), লাইলী (৩৫), মুনায়েম (২৮), নাইম (৭) ও মিস্ত্রী বিল্লাল হোসেন (৩৫)।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ জানিয়েছেন,  ‘মিস্ত্রি বিল্লাল সোসাইটির ৫ নম্বর সড়কের ২৭৩ নম্বরের পাঁচ তলা বাসায় লাইন মেরামত করছিল। এ ফ্ল্যাটে গ্যাস লিকেজ চেক করার জন্য বিল্লাল দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায়। এ সময় ছয়জন আগুনে দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম জানান, আগুনের সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তারা জানতে পারেন পাঁচতলায় ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।

টিএফ/ জেডএস