• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৬, ২০১৯, ০২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০১৯, ০২:২৭ পিএম

‘পুরান ঢাকা রাতারাতি ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়’

‘পুরান ঢাকা রাতারাতি ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়’
সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম- ছবি: কাশেম হারুন

পুরান ঢাকায় অপরিকল্পিত নগরী হিসেবে গড়ে ওঠার কথা উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, পুরান ঢাকাকে রাতারাতি ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়। তিনি বলেন, পুরান ঢাকার অবস্থা এতটাই নাজুক যে একটি বিল্ডিংয়ের একটা ইটে আঘাত করলে গোটা ভবন ভেঙে পড়তে পারে।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশন আয়োজত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।

গণপূর্তমন্ত্রী বলেন, পুরান ঢাকায় একেবারে ঝুঁকিহীন অবস্থা করা সম্ভব নয়, এ কারণে যে, সেখানে একটা ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। রাস্তা এতটাই সরু। আর গাড়ি যাওয়ার রাস্তা প্রশস্ত করতে হলে অনেক ভবন ভাঙতে হবে।
সেখানকার ভবনগুলো ভেঙে নতুন করে বানানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে বলেও জানান শ ম রেজাউল করিম।

এমএম/বিএস