• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ১০:১২ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ১০:১২ এএম

কারওয়ান বাজারে বাস উল্টে মা নিহত, মেয়েসহ আহত ৯ 

কারওয়ান বাজারে বাস উল্টে মা নিহত, মেয়েসহ আহত ৯ 

 

রাজধানী কারওয়ান বাজার এলাকায় বিকল্প অটো সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় জরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে বেবীসহ (২০) আরও নয়জন।

শনিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সড়কের মাঝে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেট্রো রেল নির্মাণ কাজের জন্য কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সড়কের মাঝে কংক্রিটের ডিভাইডার বসানো আছে। মিরপুর-মতিঝিল রুটে যাতায়াতকারী বিকল্প পরিবহনের বাসটি ওই ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত জরিনার মেয়েসহ পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

আরআইএস