• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৯, ০৩:২২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০১৯, ০৩:২২ পিএম

এমডি নিজেও পান করেন না ওয়াসার লাইনের পানি

এমডি নিজেও পান করেন না ওয়াসার লাইনের পানি
সংবাদ সম্মেলনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান - ছবি : জাগরণ

ওয়াসার লাইনের পানিকে শতভাগ সুপেয় দাবি করলেও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান নিজেও পান করেন না এই পানি। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ওয়াসার বাজারজাত করা জারের পানি ‘শান্তি’ পান করেন তিনি।
 
আজ শনিবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টিআইবির রিপোর্টের প্রতিবাদে ওয়াসা আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রকৌশলী তাকসিম। 
 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট প্রত্যাখান করে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘টিআইবির রিপোর্ট একপেশে এবং তাদের গবেষণা বিজ্ঞানসম্মত নয়।’ তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলবো- ঢাকা ওয়াসা শতভাগ সুপেয় পানি সরবরাহ করছে। এই পানি প্রথমে লাইনে এবং পরে রিজার্ভ ট্যাংকে গিয়ে দূষিত হয়ে থাকতে পারে। 

এসময় দৈনিক জাগরণের এই প্রতিবেদক জানতে চান, ‘আপনি কি ওয়াসার লাইনের সরবরাহ করা শতভাগ সুপেয় পানি পান করেন?’ এ প্রশ্নের জবাবে তাকসিম এ খান বলেন, ‘আমি সত্য বলছি, ওয়াসার শান্তি জারের পানি পান করি। আমার বাসার সবাইও এই শান্তি পানি পান করে। 

এমএএম/ এফসি