• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৫:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ০৫:৩৬ পিএম

নেত্রকোনায় সেতু ফাটলের গুজবে তুলকালাম

নেত্রকোনায় সেতু ফাটলের গুজবে তুলকালাম
নেত্রকোনার মোক্তারপাড়ায় নবনির্মিত ফৌজদারি সেতুর পিয়ারক্যাপে ফাটলের গুজবে উৎসুক জনতার ভিড় -ছবি জাগরণ

নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় নবনির্মিত ফৌজদারি সেতুর পিয়ারক্যাপে ফাটলের গুজবে তুলকালাম কাণ্ড ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকালে সেতুতে ফাটল দেখা যায় বলে গুজব ছড়িয়ে পড়লে তা দেখার জন্য সেতুর আশপাশের উৎসুক জনতা ভিড় জমায়। এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে সারা এলাকা।

খবর শুনে জেলার সংবাদকর্মীরাও সেখানে ছুটে যান। অনেকেই ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন। এতে বিষয়টি সরকারি কর্মকর্তাদের নজরে আসলে তাদের মধ্যে অনেকেই সেতুটি পরিদর্শনে আসেন।

নেত্রকোনার মোক্তারপাড়ায় নবনির্মিত ফৌজদারি সেতুর পিয়ারক্যাপে ফাটলের গুজব -ছবি জাগরণ

 

জেলা প্রশাসক মঈনউল ইসলাম পরিদর্শন করেন। এ সময় একজন রড মিস্ত্রিকে জায়গাটি দেখালে তিনি নিশ্চিত করেন এটি কোনো ফাটলের চিহ্ন নয়। এটি একটি রঙের দাগ। পরে জায়গাটিকে মুছে দেয়া হয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

নেত্রকোনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, এটি একটি গুজব ছড়ানো হয়েছে। সেতুতে ফাটলের কোনো ঘটনা ঘটেনি। সেতুর পাশে কসাইখানা রয়েছে। তারা অনেক সময় এখানে কসাইখানার ময়লা ফেলে। তা থেকে কোনো রক্তের দাগ সেতুতে লেগে থাকতে পারে।

একেএস