• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০১:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০১৯, ০১:২৯ পিএম

‘কৃষকের সমস্যা সমাধানে সরকারের ধান রফতানির সিদ্ধান্ত’

‘কৃষকের সমস্যা সমাধানে সরকারের ধান রফতানির সিদ্ধান্ত’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ধানের দাম কম নিয়ে সরকার দুঃশ্চিন্তায় রয়েছে বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, কৃষকদের সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে চাল রফতানির চিন্তা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে চিনের রাষ্ট্রদূত ঝাং জুয়া’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষি মন্ত্রী বলেন, সরকার বর্তমান সময়ে কৃষকদের সমস্যা সমাধানকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ৫০০ টাকা ধানের মন, আর প্রতি মন ধান ফলাতে সারে ৭শ’ টাকা খরচ এটা নিয়েই আমরা কাজ করেছি। 

ড. আব্দুর রাজ্জাক বলেন, এখন সরকার ১০ থেকে ১৫ লাখ মেট্রিকটন চাল রফতানির চিন্তা করছে। এতে করে ধানের দাম একটু বেশি হবে এবং কৃষকেরা লাভের মুখ দেখবেন।

এমএএম /টিএফ