• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০১৯, ০৮:৪৯ এএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০১৯, ০৮:৪৯ এএম

হাবিবুর রহমান ঢাকার নতুন ডিআইজি 

হাবিবুর রহমান ঢাকার নতুন ডিআইজি 

অসহায় বেদে পরিবারের জন্য নিজ উদ্যোগে ঢাকার সাভারে ‘বেদে পল্লী’ প্রতিষ্ঠা করে গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা হাবিবুর রহমান ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ মে)বিকেলে রাষ্ট্রপতির এক আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। 

হাবিবুর রহমান পুলিশ সদর দপ্তরের ডিআইজি (সংস্থাপন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঢাকা জেলার এসপি (পুলিশ সুপার) থাকার সময় সাভারে ভাসমান অসহায় বেদে পরিবারের জন্য নিজ উদ্যোগে জেলার সাভারে ‘বেদে পল্লী’ প্রতিষ্ঠা করে গণমাধ্যমে ব্যাপক আলোচিত হন। 

এর আগে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে এই পদে থাকা ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়। এছাড়াও এই প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার চারজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের কথা জানানো হয়। এই প্রজ্ঞাপনে বিশেষ শাখার (এসবি) ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দফতরে নেয়া হয়েছে।

এমএএম/বিএস