• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৯:৫২ এএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ০৯:৫২ এএম

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধীর মৃত্যু

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধ মামলায় কারাবন্দি ইসমাইল হোসেনের (৭০) মৃত্যু হয়েছে। তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন বলে কারা সূত্রে জানা গেছে। 

সোমবার (২০ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারারক্ষী রবিউল জানান, ইসমাইল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মালেকাবাদ গ্রামের মৃত আমির আলীর ছেলে। সোমবার দুপুরে কেরাণীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মঙ্গলবার (২১ মে) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান বাচ্চু মিয়া।

এইচ এম/বিএস