• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৬:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০৬:১০ পিএম

৩০ তারিখের মধ্যে বোনাস, ২ জুনের মধ্যে বেতন পরিশোধ করার আহ্বান

৩০ তারিখের মধ্যে বোনাস, ২ জুনের মধ্যে বেতন পরিশোধ করার আহ্বান

চলতি মাসের ৩০ তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমিকদের বোনাস আর ২ জুনের মধ্যে বেতন পরিশোধের আহবান জানিয়েছে শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির ৪২তম বৈঠকে দেশের গার্মেন্টসসহ সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকদের প্রতি এ আহবান জানানো হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব উম্মে হাসনা, বিজিএমইএ সভাপতি রুবানা হকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, কোর কমিটির সভাপতি শ্রম প্রতিমন্ত্রী দেশের গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমিকদের ৩০ মের মধ্যে উৎসব ভাতা (বোনাস) এবং আগামী ২ জুনের মধ্যে বেতন প্রদানের আহবান জানান। একই সঙ্গে বৈঠকে সড়ক-মহাসড়ক এবং রেল ও নৌপথের যানজট এড়াতে শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি প্রদানের আহবান জানান হয়।

এমএএম/এসএমএম