• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৫:৩২ পিএম

শিল্পাঞ্চলে শনিবার খোলা থাকবে ব্যাংক

শিল্পাঞ্চলে শনিবার খোলা থাকবে ব্যাংক

তৈরি পোষাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শনিবার (১ জুন) ও রোববার (২ জুন) তফসিলি ব্যাংকগুলোর শিল্পাঞ্চল শাখা খোলা রাখতে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি বাণিজ্য সচল রাখতে এই নিদের্শনা দেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

রোববার (২৬ মে) সব তফসিলি ব্যাংকের এমডিদের কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।
 
এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে তৈরি পোষাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা মহানগর, সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নিদের্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি  ওইসব শাখায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও বলা হয়েছে। 

এআই/একেএস