• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০১৯, ০৬:১২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০১৯, ০৬:১২ পিএম

সংসদের বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার 

সংসদের বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার 

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১১ জুন)। বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে দিনের কার্যসূচি।

এর আগে বিকাল ৪টায় স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনের লেভেল-২ এর ১ নং স্থায়ী কমিটির কক্ষে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ বৈঠকে কমিটির সদস্য হিসেবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন। কার্য উপদেষ্টা কমিটির এ বৈঠকে অধিবেশনের সময়সূচি ঠিক হবে। আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস করার বাধ্যবাধকতা থাকায় পুরো জুন মাসজুড়েই বাজেট অধিবেশন চলবে। সংসদের একটি সূত্র জানিয়েছে, ৩০ জুনের মধ্যে বাজেট পাস হলেও সংসদের অধিবেশন জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্তও চলতে পারে। তবে সব কিছু চূড়ান্ত হবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে।

জানা গেছে, আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) নতুন অর্থবছরের (২০১৯-২০) প্রথম বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটিই হবে তার প্রথম বাজেট উপস্থাপন। এবার বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ অঙ্কের বাজেট। চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। এবারের বাজেট হবে দেশের ৪৮তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ১৯তম বাজেট।

এদিকে, একাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন হওয়ায় সংসদ সচিবালয় নানা প্রস্তুতি নিয়ে রেখেছে। এরইমধ্যে সংসদের ভেতরে রাষ্ট্রপতির চলাচলের পথে প্রথা অনুযায়ী লালগালিচা বিছানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক। এই ডেস্ক থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন সংসদ সদস্যরা (এমপি)।

জানা গেছে, এবার যেহেতু মধ্য জুনে বাজেট উপস্থাপন হতে যাচ্ছে তাই বাজেটের ওপর সাধারণ আলোচনায় সাপ্তাহিক ছুটির দিন শনিবার অধিবেশন চালালেও ১১ বা ১২ দিনের বেশি আলোচনার সুযোগ থাকছে না। তাই এবার শনিবারও অধিবেশন বসানোর চিন্তা-ভাবনা করছে সংসদ সচিবালয়।

সংশ্লিষ্টরা জানান, ১৩ জুন বাজেট উপস্থাপনের পর ১৪ জুন শুক্রবার অর্থমন্ত্রী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন। এরপর শনিবার বা রোববার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় যাওয়ার আগে সংশোধিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস হবে। অর্থাৎ চলতি অর্থবছরের আয়-ব্যয়ের চূড়ান্ত বাজেট পাস হবে। পরদিন প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। আগামী ২৭ বা ২৯ জুনের মধ্যে সাধারণ আলোচনা শেষ করে অর্থ বিল পাস করা হবে। এরপর ৩০ জুন রোববার প্রস্তাবিত বাজেট পাস করা হবে।

আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।

এইচএস/ এফসি