• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০৫:৪৫ পিএম

ইলিশ নিয়ে আশার কথা শোনালেন প্রতিমন্ত্রী

ইলিশ নিয়ে আশার কথা শোনালেন প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী ৫ বছরে ইলিশের মোট উৎপাদন বেড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টন ছাড়িয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এমন আশার কথা শোনান  তিনি। 

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী সমন্বিত কার্যক্রম বাস্তবায়নে ইলিশ উৎপাদন ক্রমান্বয়ে বেড়েই চলছে।

তিনি জানান, ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৯ হাজার টন, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে তা বেড়ে ৫ লাখ ১৭ হাজার টনে উন্নীত হয়েছে। এতে জাটকা আজ নিম্ন মেঘনা থেকে পদ্মা, যমুনা, বহ্মপুত্র, সুরমায় বিস্তৃতি লাভ করেছে।

প্রতিমন্ত্রী জানান, জাটকার প্রাচুর্য ২০০৭-০৮ সালের তুলনায় ২০১৫ সালে প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ সালে ২২ দিন মা-ইলিশ রক্ষায় ৪৭.৭৪ ভাগ মা-ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে।

পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ২০০২-০৩ সালে ইলিশ আহরণের পরিমাণ ছিল ১ লাখ ৯৯ হাজার ৩২ টন। ২০০২-০৩ সালের তুলনায় ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সালে বিভিন্ন ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন বেড়ে যথাক্রমে ৩ লাখ ৫১ হাজার টন (৫৯.৫৫ ভাগ), ৩ লাখ ৮৫ হাজার টন (৭৫ভাগ), ৩ লাখ ৮৭ হাজার টন (৭৫.৪৮ ভাগ), ৩ লাখ ৯৫ হাজার টন (৭৯.৫৫ ভাগ), ৪ লাখ ৯৬ হাজার টন (১২৫.০৪ ভাগ ) এবং ৫ লাখ ১৭ হাজার টনে দাঁড়ায়। অর্থাৎ ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

এইচএস/বিএস