• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২১, ২০১৯, ০১:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০১৯, ০১:৪০ পিএম

‘সাগর-রুনি হত্যাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি’ 

‘সাগর-রুনি হত্যাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি’ 

সাংবাদিক সাগর-রুনির নৃশংস হত্যাকাণ্ডের শুধু তদন্ত রিপোর্টই নয়, প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের পর দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (২১ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে দৈনিক জাগরণের সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। 

মন্ত্রী বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পর আমি নিজেও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছিলাম। বিচারের দাবিতে একাট্রা হয়েছিলাম। কেন এর তদন্ত প্রতিবেদন দাখিল হবে না, কেন হত্যাকারীরা ধরা পড়বে না, তা আমার বোধগম্য নয়। তিনি প্রশ্ন করে বলেন- পেশাদার এই সাংবাদিক দম্পতির (সাগর-রুনি) হত্যাকারীরা কি আসমান থেকে নেমে এসে তাদের হত্যা করেছে? 

সাগর-রুনির হত্যার শুধু তদন্ত রিপোর্টই নয়, প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের পর দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। হত্যাকাণ্ডে জড়িতরা যদি পার পেয়ে যায় তাহলে তারা আরো উৎসাহিত হবে।

এমএএম/বিএস