• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১, ২০১৯, ১১:১৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১, ২০১৯, ১১:১৮ এএম

মস্কো গেলেন স্পিকার

মস্কো গেলেন স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি

একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রাশিয়ার মস্কোর উদ্দেশে দেশ ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। রোববার (৩০ জুন) মধ্যরাতে তিনি রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্পিকার দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল এসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম “ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯” শীর্ষক কনফারেন্সে অংশ নিতে রাশিয়ায় গিয়েছেন। 

স্পিকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যবৃন্দ হলেন- একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি এবং মো. জিল্লুল হাকিম এমপি। উল্লেখ্য কনফারেন্সটি ১-২ জুলাই, ২০১৯ রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে।

এ সময়ে স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। কনফারেন্স শেষে স্পিকার আগামী ৫ জুলাই দেশে ফিরবেন।

এইচএস/টিএফ