• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০১৯, ০৫:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০১৯, ০৫:৪৩ পিএম

এরশাদ ইতিহাসে অমোচনীয় স্বাক্ষর রেখেছেন : বি. চৌধুরী

এরশাদ ইতিহাসে অমোচনীয় স্বাক্ষর রেখেছেন : বি. চৌধুরী
অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী- ফাইল ছবি

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন। 

এরশাদের মৃত্যুতে বি. চৌধুরী রোববার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি একথা বলেন। 

তিনি বলেন,  উত্থান-পতন এবং সাফল্য-ব্যর্থতায় একটি বর্ণিল জীবনের অধিকারী জেনারেল এরশাদ প্রবল প্রতিরোধের মুখে একটি রাজনৈতিক সংগঠন ধরে রেখেছিলেন এবং বহু অনুসারী সৃষ্টি করেছেন। তিনি ইতিহাসের পাতায় অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন।

শোকবাণীতে বি. চৌধুরী আরো বলেন, আমি জেনারেল এরশাদের আত্মীয়-স্বজন, বন্ধু-অনুসারীদের জন্য আমার আন্তরিক সহানুভূতি  জানাচ্ছি। মহান রাব্বুল আল আমিন আমাদের সবাইকে ক্ষমা করুন।

জেড এইচ/বিএস 
 

আরও পড়ুন