• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০১:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০১:৫৯ পিএম

রুশেমা বেগমের আসনে ভোট ১৮ আগস্ট

রুশেমা বেগমের আসনে ভোট ১৮ আগস্ট

 

বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ১৮ আগস্ট ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ জুলাই) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ জুলাই, বাছাই ২৮ জুলাই, প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট এবং ভোটগ্রহণ করা হবে ১৮ আগস্ট। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই রুশেমা বেগম মারা যান। এরপর দিন ১১ জুলাই এ আসনটি শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর ১৬ জুলাই নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠায় সংসদ সচিবালয়।

এইচএস/এসজেড

আরও পড়ুন