• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০১৯, ০৩:০৩ পিএম

লেখা ও ছবি

রাজধানীর বুকে উটের খামার

রাজধানীর বুকে উটের খামার

বাবে মদিনা দেওয়ানবাগীর উটের খামার। ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনেই অবস্থিত এই খামার। এখানে ছোট-বড় মিলিয়ে আছে ২৭টি উট। এর মধ্যে ৮টি উট আনা হয়েছে ভারতের রাজস্থান থেকে। বাকিগুলো এই খামারেই জন্ম ও বড় হওয়া। উচ্চতায় সাড়ে ৭ থেকে ৮ ফুট। সবচেয়ে ছোটটির বয়স ২ বছর, সবচেয়ে বড়টির বয়স ১০ বছর। ছোট-বড় মিলিয়ে ১০টা পুরুষ উট এবং বাকি ১৭টি মাদি উট। মরুভূমির পশু হলেও বাংলাদেশের আবহাওয়াতেই ঘাস, ভুসি ও খড় খেয়ে উট বড় হচ্ছে। ২০০৪ সালে এই খামারে উট-দুম্বা পালন শুরু হয়। নবী ও রাসুলেরা উট পালতেন বলে স্মৃতি হিসেবে দেওয়ানবাগী পীরের ইচ্ছায় এখানে উট-দুম্বা পালা শুরু হয়। উট ছাড়াও খামারে আছে ৩২টি দুম্বা, একটি হরিণসহ ১১০টি প্রাণী। প্রতি কোরবানি ঈদে এই খামার থেকে উট বিক্রি হয়। পাশাপাশি উটের দুধও বিক্রি হয়
.........................
ছবি কাশেম হারুন

 

এসএমএম

আরও পড়ুন