• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০৫:১৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ০৫:১৯ পিএম

‘সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে’

‘সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে’
পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম- ছবি: জাগরণ

সমন্বিত প্রচেষ্টায় সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। 

রোববার (২৫ আগস্ট) বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 

এলজিআরডি মন্ত্রী বলেন, দেশজুড়ে সমন্বিত উদ্যোগ আর সচেতনতার কারণে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আক্রান্তের হারও কমেছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অর্থাৎ এডিস মশা ধ্বংস করতে মাস্টার প্লান তৈরির জন্য সিটি করপোরেশনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ এনিয়ে কাজও শুরু করেছে বলে জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, আমাদের এডিস মশার বিষয়ে অভিজ্ঞতার ঘাটতি ছিল। এ বছরের অভিজ্ঞতা আগামীতে কাজে লাগাবো। এডিস মশা ধ্বংসে এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আরো সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।

এমএএম /টিএফ

আরও পড়ুন