• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯, ০৮:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৭, ২০১৯, ০৮:৪৭ পিএম

এমপি বাবলুর জাপায় যোগদান অনুষ্ঠান অবশেষে স্থগিত

এমপি বাবলুর জাপায় যোগদান অনুষ্ঠান অবশেষে স্থগিত
রেজাউল করিম বাবলু - ফাইল ছবি

বগুড়া-৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান অবশেষে বাতিল করেছে জাতীয় পার্টি। 

মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে জানান, রাত ৮টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জিএম কাদেরের হাতে ফুল দিয়ে পার্টিতে যোগ দেবেন রেজাউল করিম বাবলু। জাপা থেকে এ প্রেস বিজ্ঞপ্তি পাওয়ার পর রেজাউল করিম বাবলুর সঙ্গে দৈনিক জাগরণের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। জাতীয় পার্টিতে যোগদানের বিষয়ে তিনি দৈনিক জাগরণকে বলেন, এ বিষয়ে তিনি (বাবলু) কিছুই জানেন না। জাগরণের এ প্রতিবেদকের কাছ থেকেই তিনি প্রথম জানতে পারলেন।

দৈনিক জাগরণের অনলাইন সংস্করণে ‘জাপায় যোগ দেবেন এমপি বাবলু, জানেন না নিজেই !’ শিরোনামে সংবাদ প্রকাশের ঘণ্টাখানের মধ্যে যোগদান আবার স্থগিত করার প্রেস বিজ্ঞপ্তি জানান জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। রাতে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বগুড়া-৭ আসন আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ জানিয়ে দেয়া হবে।’

জানতে চাইলে খন্দকার দেলোয়ার জালালী দৈনিক জাগরণকে বলেন, আমি তো নিজ থেকে এ বিষয় গণমাধ্যমকে জানাইনি। পার্টির উপর মহল থেকে আমাকে নির্দেশ দেয়া হয়েছিল গণমাধ্যমকে আমন্ত্রণ জানাতে। আমি সেই নির্দেশ মেনে আপনাদের জানিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনিতে তো আর এ নির্দেশনা দেয়া হয়নি। অবশ্যই এ বিষয়ে পার্টির উপর মহলের সঙ্গে উনার (বাবলু) কথা হয়েছিল। কিন্তু যেকোনো কারণেই হয়ত তিনি (বাবলু) পিছিয়ে গেছেন। 

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ৮৯ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা খান মিনু ডাব প্রতীক নিয়ে পান ৬৪ হাজার ২৯২ ভোট।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাধারণত নির্বাচন করেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু এবার আইনি জটিলতার কারণে তার মনোনয়ন আটকে যায়। এরপর সেখানে বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা চেয়ারম্যান মিল্টন মোরশেদকে মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু যথাসময়ে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তার পদত্যাগের আবেদন গ্রহণ না হওয়ায় সেটিও বাতিল হয়ে যায়। পরে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি।

টিএস/ এফসি

আরও পড়ুন