• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৭:২৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৭:৩০ পিএম

জবিতে ফের খালেদা জিয়ার নামফলক ভাঙচুর

জবিতে ফের খালেদা জিয়ার নামফলক ভাঙচুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাতের আঁধারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম সংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ঘোষণার নামফলক ফের ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রলীগের কিছু কর্মী বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলকটি ভাঙচুর করে। 

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহসভাপতি ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী তার ফেসবুক প্রোফাইলে শেয়ার নামফলক ভাঙার ভিডিও শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘দেশদ্রোহী খুনি খালেদা জিয়ার কোনো নাম বা চিহ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাটিতে থাকবে না। সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমার মুজিব আদর্শের ছোট ভাইদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।’

এ সময় ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী, মিথুন বাড়ৈই সহ তাদের জুনিয়ররা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০১৭ সালের ৮ জুন প্রথমবারের মতো রাতের আঁধারে খালেদা জিয়ার নাম সংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলক ভেঙে সরিয়ে ফেলা হয়। পরদিন ৯ জুন প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং নামফলক পুনঃস্থাপনের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হলে প্রক্টর ড. নূর মোহাম্মদের মধ্যস্থতায় তা পুনঃস্থাপিত হয়।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেগম খালেদা জিয়ার নামফলক  মুছে ফেলা যাবে না। এর আগেও দুষ্কৃতকারীরা নামফলকটি ভাঙচুর করেছিল কিন্তু ছাত্রদলের আন্দোলনের প্রেক্ষিতে তা পুনঃস্থাপন করা হয়। এবারও যদি নামফলকটি শীঘ্রই পুনঃস্থাপন করা না হয়, তাহলে ছাত্রদল আন্দোলনের মাধ্যমে পুনঃস্থাপনে বাধ্য করবে।’

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত সাপেক্ষে যে বা যারা নামফলকটি ভাঙল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নামফলকটি পুনঃস্থাপন করা হবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুতই নামফলকটি পুনঃস্থাপনের ব্যবস্থা করা হবে।’ 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২ নভেম্বর বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা দিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক উন্মোচন করেন। ওই ঘোষণার আলোকে ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে বিলুপ্ত জগন্নাথ কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তরিত করা হয়।

টিএফ
 

আরও পড়ুন