• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৮:০০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৮:০০ পিএম

ছাত্রদলের কাউন্সিল স্থগিতের বিরুদ্ধে নয়াপল্টনে বিক্ষোভ

ছাত্রদলের কাউন্সিল স্থগিতের বিরুদ্ধে নয়াপল্টনে বিক্ষোভ

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচন স্থগিতে আদালতের নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী জড়ো হয়ে কাউন্সিল স্থগিতের বিরুদ্ধে এ বিক্ষোভ করেন। 

নয়াপল্টনের সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ ও মিছিলে বিভিন্ন রকমের শ্লোগান দেন। শ্লোগানে তারা সংগঠনের কাউন্সিল ও নির্বাচন স্থগিতে আদালতের নির্দেশনাকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। নির্বাচন বানচালের নির্দেশ মানি না, মানি না, আদালতের নির্দেশ অবৈধ, অবৈধ, ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, জ্বালো জ্বালো আগুন জ্বালোসহ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে শ্লোগান দেন।

বিক্ষোভ ও মিছিলে দীর্ঘ ২৭ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী নেতা ও তাদের বিপুল সংখ্যক অনুসারী অংশ নেন।

টিএস/টিএফ

আরও পড়ুন