• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৯:১৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৯:১৭ পিএম

‘ইতিহাসের মহানায়ক ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ’

‘ইতিহাসের মহানায়ক ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ’
মোজাফফর আহমদ - ফাইল ছবি

রাজনীতিবিদ ও সাংস্কৃতিক নেতারা বলেছেন, ইতিহাসের মহানায়ক ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। জাতীয় স্বার্থে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা-দ্বন্দ্বে থাকতেন না। তাকেসহ মওলানা ভাসানী, কমরেড মনি সিংহ এবং মনোরঞ্জন ধরকে চিরস্মরণীয় করে রাখতে স্বাধীনতা পদক নয়, আলাদা সম্মানসূচক পদক দিতে হবে। সেই পদক আর অন্য কেউ পাবে না। এর পাশাপাশি তারা অধ্যাপক মোজাফফর আহমদের নামে আলাদা জাতীয় স্থাপনা তৈরির পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা, ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের শোকসভায় নেতারা এসব কথা বলেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টচার্য, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির নেতা ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণআজাদী লীগের নেতা এস কে সিনহা, ন্যাপ নেতা ইসমাঈল হোসেন এবং শাহাবুদ্দিন আহমদ শিশির। পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা আহমেদ শোক সভায় সভাপতিত্ব করেন।
 
বক্তারা বলেন, বঙ্গবন্ধু যখন ৬ দফা ঘোষণা করেন সেসময় তাকে অনেক রাজনৈতিক দল সমর্থন দিতে চায়নি। অধ্যাপক মোজাফফর আহমদ সব কিছুর ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর ৬ দফায় সমর্থন দেন। তারা বলেন, জাতির এমন কঠিন সংকটে অধ্যাপক মোজাফফর আহমদের মতো রাজনীতিবিদের প্রয়োজন ছিল। কারণ অধ্যাপক মোজাফফর আহমদ রাজনৈতিক বাঁকগুলোতে কঠিন সিদ্ধান্ত নিতেন। 

আলোচকরা আরও বলেন, অধ্যাপক মোজাফফর আহমদ অত্যন্ত সাদামাটা বক্তব্য নিয়ে রাজনীতির অনেক কঠিন সমস্যা তুলে ধরতেন। তিনি রাজনীতি করতেন সাধারণ মানুষের জন্য, গণমানুষের সেবার জন্য। ব্যক্তিগত সুখভোগের জন্য নয়। তার মতো রাজনৈতিক নেতার কাছে এ প্রজন্মের অনেক কিছু শেখার ছিল।
 
টিএস/ এফসি

আরও পড়ুন