• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০২:২০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০২:২৫ পিএম

‘রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে জড়িত কেউই ছাড় পাবে না’

‘রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে জড়িত কেউই ছাড় পাবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অবৈধ পথে রোহিঙ্গাদের হাতে পাসপোর্ট আসতে শুধু পুলিশই জড়িত নয়, অনেকেই এই প্রক্রিয়ার জড়িত। তবে এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। 

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের পাসপোর্ট প্রক্রিয়ায় কিন্তু অনেক সংস্থা জড়িত থাকে। আপনি শুধু পুলিশের দিকে ইঙ্গিত করবেন সেটা হবে না। এ কাজে শুধুমাত্র পুলিশ জড়িত নয়। এখানে স্থানীয় চেয়ারম্যান, জন্মনিবন্ধন যিনি করেন তিনি, ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান এবং এনআইডি কার্ড সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ভূমিকা অনেক। এরপর আসবে পুলিশের দায়িত্ব। এরপরই পুলিশ তথয় যাচাই-বাছাইয়ে নামে। তবে যেই জড়িত থাকুক না কেন, কেউই ছাড় পাবেন না।’

এমএএম/টিএফ

আরও পড়ুন