• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ০৯:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ০৯:৪৬ পিএম

এবার দুর্গাপূজা হবে পর্যাপ্ত নিরাপত্তায় : আইজিপি

এবার দুর্গাপূজা হবে পর্যাপ্ত নিরাপত্তায় : আইজিপি
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী - ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি পূণ্যার্থীদের সঙ্গে কথা বলেন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

আইজিপি বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজার শেষদিন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। প্রতিবছর আমাদের দেশে মণ্ডপের সংখ্যা বাড়ছে। এর মধ্যে দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠছে।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন।

এইচ এম/ এফসি

আরও পড়ুন