• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৯, ০৭:৩২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০১৯, ০৭:৪৮ পিএম

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বুয়েট ভিসি

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন বুয়েট ভিসি
বক্তব্য রাখছে বুয়েটের উপাচার্য ড. মুহাম্মদ সাইফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদের কাছে ক্ষমা চাইলেন ভাইস-চ্যান্সেলর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে ভিসি বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন। পাশাপাশি ফাহাদ খুনের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কারের কথা বলেন ভিসি।

বুয়েটের পরিস্থিতি নিয়ে শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় বুয়েট অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়। সভায় আবরার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি তোমরা আমাকে ক্ষমা করে দেবে। একই সঙ্গে এ ঘটনায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের কাছেও ক্ষমা চাচ্ছি।’

ভিসি বলেন, ‘আমি ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে যথেষ্ট তৎপর ছিলাম। তোমরা অভিযোগ করেছো আমি তোমাদের সামনে আসি নি। আমি মূলত এটা নিয়ে শিক্ষা উপমন্ত্রী এবং পুলিশের আইজিপিসহ সরকারের উচ্চ পদস্থদের সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, ‘তোমরা আমার তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছো। আমি বলব আমি বসে ছিলাম না। এখানে বিষয়টা নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। আমার জানামতে এমন ঘটনায় এর আগে এতো দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্টরা গ্রেফতার হয়নি। কিন্তু এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাও নেয়া হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বুয়েট শিক্ষার্থীদের রাজনীতি।’

এ ছাড়া আমি এটা নিয়ে কাজ না করলে এতো তাড়াতাড়ি আসামি গ্রেফতার হলো কি করে? ছাত্রদের প্রতি প্রশ্ন তুলে ভিসি বলেন, ‘তার পরেও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি এ ঘটনায় হতবাক হয়েছি, আমি বিপন্ন অবস্থায় আছি।’

বুয়েট ভিসি বলেন, ‘এ ঘটনায় যেসব শিক্ষক দ্রুত ছাত্রদের সামনে এগিয়ে এসেছেন আমি সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি।’ ভিসি জানান, ‘একটা জীবন চলে গেলে সেটা ফিরে পাওয়া যায় না। এজন্য আমাদের এখানে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই। আমি কথা দিচ্ছি এর সঙ্গে সংশ্লিষ্টদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।

এইচ এম/বিএস 
 

আরও পড়ুন