• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৩:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৩:৩৯ পিএম

বিশ্ববিদ্যালয় তদারকিতে কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় তদারকিতে কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রতিনিধিদলটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয় তদারকি ও অনুমোদন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আইনের বাইরে যাওয়া যাবে না, কঠোরভাবে আইন অনুসরণ করতে হবে। আইন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আরএম/টিএফ

আরও পড়ুন