• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০১:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০১৯, ০১:৫৯ পিএম

‘মুজিববর্ষ উপলক্ষে টেলিফোনের নতুন সংযোগে ফি মওকুফ’ 

‘মুজিববর্ষ উপলক্ষে টেলিফোনের নতুন সংযোগে ফি মওকুফ’ 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার -ফাইল ছবি

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে টেলিফোনের নতুন সংযোগ বা পুন:সংযোগ ফি সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর)দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন,২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-দুই' উৎক্ষেপণ করা হবে এবং ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে ফাইভ-জি নেটওয়ার্কও চালু করা হবে। 

মোস্তফা জব্বার আরো বলেন, এই সময়ে দোয়েলের আধুনিক প্রযুক্তি নির্ভর  নতুন মডেলের ল্যাপটপ বাজারে আসবে। এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ১০ থেকে ১২ হাজার টাকায় ল্যাপটপ বাজারজাত করা হবে। এতে করে শিক্ষার্থীদের ল্যাপটপ ক্রয় করতে খুব একটা সমস্যা হবে না।

এমএএম /বিএস