• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ০৯:৫৩ পিএম

রাজধানীতে স্টিল মিলে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

রাজধানীতে স্টিল মিলে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

 

রাজধানীর কদমতলীতে একটি স্টিল মিলের বাট্টিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ফুটন্ত তরল লৌহ পদার্থে দগ্ধ হয়েছেন ৮ শ্রমিক।  তাদের ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

আজ সোমবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।  

দগ্ধরা হচ্ছেন- মান্নান (৪০), শাহ আলম (২৮), আলামিন (৩০), আফছার (৩৫), লতিফ (৪০), লাবু (২৫), জাহাঙ্গীর (৩০) ও আজিজ (৩৫)।  
     
উদ্ধারকারী শ্রমিকরা জানিয়েছেন, মিলে কাচামাল গলানোর বাট্টিতে (পাত্রে) বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ওই পাত্রে থাকা গলিত লৌহ পদার্থ ছিটকে পড়ে আশপাশে থাকা শ্রমিকরা দগ্ধ হন। পরে তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে আসি।                   
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর উপ-পরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া।  তিনি বলেন, ঘটনার পরপরই অন্যান্য শ্রমিক তাদের উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।  চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

এইচএম/ এফসি