• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৬:০৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৬:০৫ পিএম

চালের দাম অহেতুক বাড়ালে কঠোর ব্যবস্থা

চালের দাম অহেতুক বাড়ালে কঠোর ব্যবস্থা
চাল মিল মালিকদের সাথে বৈঠক করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার -ছবি : জাগরণ

মূল্য স্থিতিশীল রাখতে চাল মিল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

রোববার (১৭ নভেম্বর) খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চাল মিল মালিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গণমাধ্যমকে বলেন, পর্যাপ্ত চালের মজুদ রয়েছে আমাদের। দাম যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য চাল মিল মালিকদের পরামর্শ দেয়া হয়েছে। দাম বাড়িয়ে মানুষকে কষ্ট না দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন কেউ বা কোনও চক্র অহেতুক চালের দাম বাড়ানো চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এখন কেউ আর মোটা চাল খেতে চায় না, সবাই সরু চাল খেতে চায়, তাই সরু চালের দাম সামান্য বেড়েছে।

আসন্ন আমন মৌসুমেও ধান-চাল কেনা হবে এবং ধান ভাঙা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মানের প্রশ্নে কোনও আপস করা হবে না। এ জন্য সংশ্লিষ্টদের হুঁশিয়ারি করে দেয়া হয়েছে। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ওমর ফারুক, অতিরিক্ত সচিব খাজা আবদুল হান্নান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোসাম্মৎ নাজমানারা খানম, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং মিল মালিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

টিএইচ/এসএমএম