• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৯:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০৯:৪৯ পিএম

আলোচিত্রে গোলাপি বলের টেস্ট উদ্বোধন হাসিনা-মমতার

আলোচিত্রে গোলাপি বলের টেস্ট উদ্বোধন হাসিনা-মমতার
ঘণ্টা বাজিয়ে টেস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ছবি : পিএমও

গোলাপি বলের টেস্ট

......................................

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার (২২ নভেম্বর) ঘণ্টা বাজিয়ে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ইডেন গার্ডেনে পৌঁছান এবং ১২টা ৫৫ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে ‘গোলাপি বলের টেস্ট’ ম্যাচের ঘণ্টা বাজান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা উদ্বোধনের আগে মাঠে এসে বাংলাদেশ ও ভারতীয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উভয় দলের সাবেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এর আগে তিনি টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে সকালে কলকাতা পৌঁছান। পিএমও-এর পাঠানো আলোকচিত্রে দেখে নেয়া যাক গোলাপি বলে টেস্ট উদ্বোধন কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত ভারত সফরের স্মরণীয় কিছু মুর্হূত। গ্রন্থনা : জাগরণ ডেস্ক

এসএমএম

আরও পড়ুন