• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ০৪:০৪ পিএম

বাংলাদেশ-ইইউ সংলাপ

বাণিজ্য বাধা দূর করতে গুরুত্ব পেয়েছে ১৬ ইস্যু  

বাণিজ্য বাধা দূর করতে গুরুত্ব পেয়েছে ১৬ ইস্যু  
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ের প্রতিনিধিদের সংলাপ- ছবি: জাগরণ

বাণিজ্য বাধা দূর করা সহ ১৬টি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ের (ইইউ) প্রতিনিধিদের সংলাপে। 

রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইইউ প্রতিনিধি দলের সংলাপ অনুষ্ঠিত হয়। 

সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি । আর  ইইউ দলের পক্ষে নেতৃত্ব দেন  মিস রেনসজি তেরিংক । ইউরোপীয় জোটভুক্ত এই প্রতিনিধিদলের এটি  ৬ষ্ঠ সংলাপ।

সংলাপ শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিনিয়োগ বোর্ডর চেয়ারম্যান তপন কান্তি ঘোষ। এ সময়  মিস রেনসজি ট্রিংক ছাড়াও ডেপুটি  হেড অব মিশন জেরিমাই অপরটিসকো, ট্রেড অ্যাডভাইজার আবু সৈয়দ বেলাল, হেড অব ট্রেড ম্যারিকা জাকাস প্রমুখ। 

বাংলাদেশের পক্ষে মন্ত্রী ছাড়াও বাণিজ্য সচিব জাফর উদ্দীন, বিইজেডএ নির্বাহী চেয়ারম্যান অতিরিক্ত সচিব শারীফা খান সংলাপে উপস্থিত ছিলেন। 

সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদের ষষ্ঠ সংলাপে বাণিজ্য সম্প্রসারণে সকল প্রতিবন্ধকতা দূর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংলাপ ফলপ্রসূ হয়েছে। তবে ১৬ ইস্যু কি সে সম্পর্কে তেমন কিছু বলেননি ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। 

এমএএম /বিএস