• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৯, ০৩:১৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৩, ২০১৯, ০৪:০২ পিএম

ভিপি নুর ও সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভিপি নুর ও সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নুর  ও তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ -ছবি : কাশেম হারুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুর  ও তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য।

বিক্ষোভে তারা ভিপি নুর ও তার সহযোগীদের হামলার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবি করেন।

একই দাবিতে বিক্ষোভ হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এ সময় মিছিলে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ২৪ জন নেতা-কর্মী আহত হন। তাদেরক চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

তুহিন ফারাবীর লাইফ সাপোর্ট খুলে নিয়েছেন ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে নিউরোলজি বিভাগের ওয়ার্ডে নেয়া হয়েছে। এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তুহিন ফারাবির গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি রাজধানীর চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী।

এসএমএম

আরও পড়ুন