• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ০৬:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২২, ২০২০, ০৬:৪১ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

বিশ্বব্যাপী মহামারি আকারে ছাড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘লকডাউন’ করা হয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা।

রোববার (২২ মার্চ) বিকেলে এ সিদ্ধান্তের কথা জানায় প্রশাসন।

সাদুল্লাপুরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নবীনেওয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে জানান, ‘‘জেলার সাদুল্লাপুর উপজেলার ৯ বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাহপুর গ্রামের বাসিন্দা জনৈক কাজল মণ্ডলের বিবাহোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই আমেরিকা প্রবাসীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রায় ৪/৫শত লোক উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘পরবর্তীতে ২১ মার্চ (শনিবার) সাদুল্লাপুর-পলাশবাড়ী ৩১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া অনির্দিষ্ট সংখ্যক লোক উপস্থিত হয়েছেন বলে জানা যায়। এ অবস্থায় দ্রুত সংক্রমণ ঠেকাতে অত্র উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মতিক্রমে সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসএমএম