• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২০, ০৫:৪৫ পিএম

করোনা নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

করোনা নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সেদিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। এমন বাস্তবতায় নানা গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও পড়ছে ঝুঁকিতে।

বিশেষজ্ঞদের পরামর্শ, নির্ভরযোগ্য তথ্য ছাড়া অন্য কিছু গ্রহণ করা যাবে না।

কি টেলিভিশন, কি ফেসবুক; ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক ক্ষেত্র সবখানেই আলোচনা এখন করোনা কেন্দ্রিক। যে আতঙ্কে ঢাকা কিছুটা ফাঁকা হলেও, মানুষের মন থেকে কাটেনি শঙ্কা।

বরং করোনা প্রতিরোধে অব্যবস্থাপনা, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি আর মৃত্যুকে ঘিরে উদ্বেগের পাশাপাশি বাড়ছে কুসংস্কার আর আজগুবি গুজবও।

সবকিছু মিলিয়ে করোনা শুধু যে মানুষের স্বাস্থ্যই ঝুঁকির মধ্যে ফেলছে তা নয় মারাত্মক অবনতি হচ্ছে মানসিক স্বাস্থ্যেরও। সব মিলিয়ে এই অদৃশ্য ভাইরাসে এক অজানা আতঙ্কে বুঁদ হয়ে আছে মানুষ।

কিন্তু মানসিক স্বাস্থ্যের কি হবে? সেটি আমলে না নিয়ে কি শারীরিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব? এই মনোবিজ্ঞানীর মতে একটি অন্যটির পরিপূরক একটিকে বাদ রেখে সম্ভব নয় অন্যটি।

আর তাই অযথা তর্ক কিংবা বিতর্ক নয় বরং বিশেষজ্ঞ চিকিৎসকের দিক-নির্দেশনা মেনে নিজে সচেতন হবার পাশাপাশি অন্যকে সতর্ক করাই এখন কর্তব্য এমনটাই অভিমত বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এসএমএম