• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২০, ০৫:৫২ পিএম

চীন থেকে এসেছে ১০ হাজার কিট, ১০ হাজার পিপিই

চীন থেকে এসেছে ১০ হাজার কিট, ১০ হাজার পিপিই
সংগৃহীত ছবি

করোনাভাইরাস শনাক্তে চীন থেকে ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার এসেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে বিশেষ ফ্লাইটে এসেছে এগুলো।

চীন সরকার তাদের প্রতিশ্রুত ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ গাউন ও ১ হাজার থার্মোমিটার সন্ধ্যায় হস্তান্তর করবে। ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চীন দূতাবাস এর আগে ফেসবুক পোস্টে জানায়, চীন থেকে দ্বি ধাপে আসা করোনা মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রীর সরবরাহ কিট গ্রহণ করার জন্য রাষ্ট্রদূত লি জিমিং এর সঙ্গে তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদু মোমেন জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের সাথে লড়তে চীন থেকে আসছে বিশেষ উপহার। এই কনসাইনমেন্ট ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আসছে। তারা ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর বা এন-৯৫ মাস্কও উপহার দেবে।

ড. মোমেন বলেন, চীন সরকারের উপহার হিসেবে স্বাধীনতা দিবসে এসব চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছাবে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে চীন বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয়।

এসএমএম