• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ০৮:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩০, ২০২০, ০৮:২৮ পিএম

দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন ২৬৯ মার্কিন নাগরিক

দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন ২৬৯ মার্কিন নাগরিক
ছবি ইউএনবির সৌজন্যে

৭টি কুকুরসহ ২৬৯ জন মার্কিন নাগরিক সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

বিমানবন্দরের নিরাপত্তা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানান, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

আগের দিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দর পরিদর্শন করেন।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে।

এর মধ্যে পাঁচজন মারা গেছেন এবং ১৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশটিতে রোববার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। ইউএনবি।

এসএমএম