• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০৫:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২০, ০৫:৩৫ পিএম

সৌদি আরবে করোনাভাইরাসে মারা গেলেন চট্টগ্রামের হাছান

সৌদি আরবে করোনাভাইরাসে মারা গেলেন চট্টগ্রামের হাছান
মোহাম্মদ হাছান ● ইউএনবি

কোভিড-১৯ আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মোহাম্মদ হাছান (৩৮)।

তিনি লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দুর্লভের পাড়া নিবাসী লিয়াকত আলীর ছেলে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পরিবারের পক্ষ থেকে হাছানের ছোট ভাই হেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হেলাল উদ্দিন জানান, মদিনা তাইবা মার্কাটে চাকরি করতেন হাছান। করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সৌদি সরকার কারফিউ জারি ও ব্যবসা বাণিজ্যসহ সবকিছু বন্ধ ঘোষণা করলে গত কয়েকদিন আগে মদিনা মানোয়ার থেকে দূরে খেতের খামারে এক বন্ধুর কাছে বেড়াতে যান তিনি। সেখানে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভর্তির তিনদিন পর করোনাভাইরাস শনাক্ত হলে সৌদি সরকারের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন হাছান। এ সময় ৬ দিন থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মদিনার একটি সরকারি হাসপাতালে হাছান ইন্তেকাল করেন। দুপুর আড়াইটার দিকে মদিনায় কর্মরত ফুফাতো ভাই ফোন করে মৃত্যুর বিষয়টি জানান। ইউএনবি।

এসএমএম