• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০২:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২০, ০২:৩৬ পিএম

কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
মাইকিং করছে আইন-শৃঙ্খলাবাহিনী ● সংগৃহীত

কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য রাজধানীতে আরও কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

সরকারের দেয়া নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জোরদার করা হয়েছে টহল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর বেশিরভাগ সড়কে নতুন করে বসানো হয়েছে চেকপোস্ট। সকাল থেকে বিভিন্ন সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো।

পথচলতি মানুষ ও গাড়ি থামিয়ে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হলে আইনভঙের ধারায় অনেককে করা হচ্ছে আর্থিক জরিমানা। নিয়ম-কানুন বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে বাসায়।

পুলিশ বলছে, গত কয়েকদিন জরুরি সেবার বাইরেও অনেক দোকান খোলা থাকতে দেখা গেছে। বিভিন্ন অলিগলিতে চলেছে আড্ডা।
এ অবস্থায় হোম কোয়ারেন্টাইন ও কোভিড-১৯ থেকে সুরক্ষা নিশ্চিতে এখন থেকে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলাবাহিনী। 

নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে ত্রাণ বিতরণে সহযোগিতা করবে পুলিশ।

এসএমএম